স্টাফ রিপোর্টার \ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মোঃ শাহ আলম এর নেতৃত্বে গোপন সংবাদের বাহুবলের লামাতাশী গ্রামের আনছব আলীর স্ত্রী আমিরন্নেচ্ছা (৪০) কে গাজাসহ আটক করা হয়েছে।
আটককৃত মাদকব্যবসায়ী আমিরন্নেচ্ছার কাছ থেকে ১টি প্লাষ্টিক বাজারের ব্যাগ এর ভিতর থেকে থেকে ২ কেজি গাজা উদ্ধার করেন। বর্তমানের আটককৃত আমিরন্নেচ্ছা সদর থানার হাজতে রয়েছে।