মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে ২ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় সংবাদের ভিত্তিতে থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বি.বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র আব্দুল সাত্তার (৩৫) ও বি.বাড়িয়া শহরের পূর্বতাল শহর ইউনিয়নের সোনাসার গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র আমীর হোসেন (২৫)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাধবপুর থানা সহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি মামলা রয়েছে।