আবুল কাসেম, লাখাই থেকে \ হবিগঞ্জ-লাখাই সড়কের বুলাবাজারে যত্রতত্র গাড়ি পার্কিং করায় একদিকে যানজট লেগেই আছে। অন্যদিকে দুর্ঘটনার আশংকাও ব্যাপকভাবে দেখা দিয়েছে। পায়ে হেটে চলাচলেও জনগনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আইনের প্রতি কেউ তোয়াক্কা না করলেও এগুলো দেখার কেউ নেই। একটি ব্যস্ততম স্থান হিসাবে এলাকায় ব্যপক পরিচিতি রয়েছে।
প্রতিদিন ওই রাস্তা দিয়ে বিভিন্ন রকমের যানবাহন চলাচল করছে। বুলা এলাকার পার্শবর্তী কিশোরগঞ্জের আদমপুর, অষ্টগ্রাম, ইটনা, মিটামইন এলাকার লোকজন ওই রাস্তা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছে। আর এ জন্যে বুলাবাজার একটি ব্যস্ততম পয়েন্ট হিসাবে গুরুত্ব বহন করে আসছে। দীর্ঘদিন ধরে বুলাবাজারে যানযট সৃষ্টি হলেও ইদানিং এ মাত্রা আরোও বেড়ে যাচ্ছে। ২০১০ সালে তৎকালিন ইউএনও মো: রেজাউল করিম এলাকাবাসীর সহযোগীতায় বাজারে ব্রীজের পশ্চিম দিকে ও পূর্বদিকের বাজারের শেষ সিমানায় সাইনবোর্ড লাগিয়ে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করে দেন। তবে এর কিছু দিন যেতে না যেতেই এর নিয়ম বালাই মানছেন না অবৈধ ভাবে পার্কিং করা গাড়ির চালকরা। যে কারনে বাজারে রাস্তায় যত্রতত্র পার্কিং করছে রিক্সা, টমটম, সিএনজি, জিপ সহ বিভিন্ন ধরনের যানবাহন। এর ফলে পথচারিরাও রাস্তার দুই পাশ দিয়ে হাটতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে সড়ক বাজারে রাস্তা হ-য-ব-র-ল অবস্থায় রয়েছে। এলাকার সচেতন মহল সহ ব্যবসায়ী অনেকেই জানান যানযট নিরসনকল্পে ও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে সংশ্লিদের হস্তক্ষেপ করতে হবে ।