মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকান্ড জড়িত ও ওয়ারেন্ট ভূক্ত পলাতক ২২ জনকে গ্রেফতার করে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করেছে। সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির এর নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোলা মুনির হোসেন জানান, শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।