স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামে জমি দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষে দুদল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন লোক আহত হয়েছে। হাসপাতালে ডাক্তার ও নার্সের উপর হামলা করায় ৩ দাঙ্গাঁবাজকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মাহমুদ হোসেনের পুত্র আলা উদ্দিন মাষ্ঠারের সাথে একই গ্রামের মৃত হাজী রইছ উল্লার পুত্র ফুল মিয়ার জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আলা উদ্দিন ও ফুল মিয়ার মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলা উদ্দিন, ফটিক মিয়াসহ ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ফুল মিয়ার উপর হামলা চালায়। এসময় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট হয়। আহত রোগীরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সেখানেও সংঘর্ষ হয়। তখন দাঙ্গাবাজরা ডাক্তার ও নার্সের উপর হামলা চালায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফটিক মিয়াসহ ২ দাঙ্গাবাজকে আটক করে। গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া, আজিজুর রহমান, তামান্না আক্তার ও রিনা আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তারেক, তানভীর, ছুবেদাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, হাসপাতাল থেকে ৩ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।