স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, ‘নাগরিকদের একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ পৌরসভা উপহার দিতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। যদি আমি দলীয় মনোনয়নে মেয়র নির্বাচিত হতে পারি তাহলে এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় সুনির্দিষ্ট উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়নের মধ্য দিয়ে হবিগঞ্জ শহরকে একটি বাসযোগ্য পৌরসভার হিসেবে গড়ে তুলব।’ তিনি বলেন, শহরের উত্তর শ্যামলীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দ্রুত নিরসনসহ অন্যান্য সমস্যাগুলো চিহ্নিত করে নাগরিক মান উন্নয়ন করার চেষ্টা করব।’ পুরাণ মুন্সেফী ও উত্তর শ্যামলীবাসী আন্তরিকভাবে সমর্থন জানানোর জন্য এলাকার সর্বস্তরের জনগণকে তিনি ধন্যবাদ জানান। গতকাল শুক্রবার রাতে পুরাণ মুন্সেফী রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উত্তরন সমাজ কল্যাণ সংসদের সাবেক সভাপতি মামুনুর রশিদ চৌধুরী বাবুল-এর সভাপতিত্বে ও উত্তরন সমাজ কল্যাণ সংসদের সাধারন সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইকবাল আহমেদ চৌধুরী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাবেক সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শ্রমিক নেতা সাহাব উদ্দিন আহমেদ, আবুল হাসনাত শিবলী, উত্তরন সমাজ কল্যাণ সংসদের সভাপতি আহমেদ কবীর আজাদ, বীর মুক্তিযোদ্ধা জাহেদুল ইসলাম, মোঃ মহিউদ্দিন কুটি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, শ্যামলী এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী গোলাপ মিয়া, উত্তরন সংসদের উপদেষ্টা ফয়সল চৌধুরী, এমদাদুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, শাহ আরজু মিয়া, ফুল মিয়া, আব্দুর রশিদ মাস্টার, সেলিম চৌধুরী, উবেদ চৌধুরী, ইতালী প্রবাসী সিজিল আহমেদ, বেলাল আহমেদ, আমির আলী, শওকত আকবর সোহেল, মানিক দেব, সুমন চৌধুরী, মাহফুজ মুরাদ চৌধুরী, রাসেল আহমেদ, শাহরিয়ার চৌধুরী সুমন, ফাহিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজ, মহিউদ্দিন চৌধুরী সুমন, এডঃ এনাম, বদরুল আলম, এডঃ মহিউদ্দিন সুহেল, আব্দুল হাকিম, সবুজ, জাহির, এনাম, আলম, পংকজ দাস, রিন্টু রায়, ফয়সল, সাইদুর, রতন, জামিল, রাহাত, হিরাজ মিয়া, তৌফিক, রিয়াদ, রাহাত, মুশফিক আহমেদ, রাজু রাসেল, জামির, সোহাগ, শাহীন, সমির, দুলাল, শাহীন আহমেদসহ এলাকার সর্বস্তরের জনগণ।