নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি গ্রামে বিদ্যুত পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন। জনগণ সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পাবে। এ বিদ্যুৎকে নিয়ে কেউ দুর্নীতি করে পকেট ভারী করার চেষ্টা করলে আমিসহ কোন আওয়ামীলীগ কর্মী তা মেনে নেবে না। তিনি আরো বলেন, আমি সম্প্রতি প্রধাসমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে ১০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন বরাদ্দ পেয়েছি। এর মধ্য থেকে নবীগঞ্জ উপজেলার ১ ও ২নং ইউনিয়নে অধিকাংশ বরাদ্দ দ্বারা বেশ কয়েকটি দরিদ্র গ্রামসহ পূর্ব কায়েস্থ গ্রামকে বিদ্যুতায়নের আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি, কয়েক মাসের মধ্যে গ্রামগুলোতে বিদ্যুতের আলো ঝলমল করবে। তিনি গতকাল শুক্রবার বিকেল ৪টায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূর্ব কায়েস্থগ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি করছু মিয়ার সভাপতিত্বে ও গজনাইপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন লাল মিয়ার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কাপ্তান মিয়া, সাদিছ মিয়া, মুক্তিযোদ্ধা বসির আহমেদ, লেবু মিয়া, আবু মিয়া, ছনর আলী, রুহেল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রুমেল প্রমুখ। তিনি এর আগে দিঘলবাক ইউনিয়নের শস্তিপুর গ্রামে হরমুজ আলী ফ্যামিলী ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও খৎনা অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শাহ রিজভী আহমেদ খালেদ, এওলা মিয়া, সুজাত মিয়া, মুজিবুর রহমান, শাহজাহান সাজু, হুসাইন আহমেদ, নূর হোসাইন, মাখন মিয়া, সৈয়দ এহিয়া, শেখ শাহনূর, সৈয়দ দিপুল, আব্দুল হক, আব্দুর রউফ, মনর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রুমেল ও আমিনুল ইসলাম প্রমুখ।