প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ৫নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর গৌতম কুমার রায় এর সমর্থনে স্থানীয় আর.ডি হলে কালীবাড়ি এলাকা, টাউন হল রোড ও পানির ট্যাংকি রোড এলাকার মুরুব্বী ও যুবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জহর দত্ত। হুমায়ুন খান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিক দাশ, রনজু চক্রবর্তী, অনাথ বন্ধু তরফদার, মনীশ আচার্য্য, সামছু মিয়া, নবকুমার চক্রবর্ত্তী, চপল ভট্টাচার্য্য, অনুপ কুমার দেব, পীযুষ চক্রবর্তী, শংক শুভ্র রায়, শহীদুল আলম বাদল, শ্যামাপদ চক্রবর্ত্তী, অলক দত্ত বাবু, তুহিন খান, এডভোকেট তুষার মোদক, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার সজল রায়, মুজিবুর রহমান, লিটন বণিক, নিখিলেশ দত্ত, মহিবুর রহমান টিপু, জহিরুল হক সজল, বাপ্পী রায়, নজরুল ইসলাম শান্ত, সোহেল, মিশু, ফুয়াদ, পারভেজ, তুষার, বাপু, শ্রীদাম, চন্দন, আক্তার, সুজিত, শিবু দেব, অন্ত, পাপন প্রমুখ।
সভায় বক্তাগণ গৌতম রায় এর বিগত ৫ বছরের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে পুনঃরায় তাকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।