প্রেস বিজ্ঞপ্তি \ প্রবাসীদের উপার্জিত অর্থে দেশের প্রগতির চাকা সচল হয়ে আছে। পরিবার ও সমাজের প্রতিটি স্তরকে প্রবাসীরা নিজের সুখ-শান্তির বিপরীতে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু বিনিময়ে প্রবাসীদের ভোগান্তি নিরসনের উদ্যোগ সন্তোষজনক নয়। আমি নির্বাচিত হলে প্রবাসীদের সম্মান ও বিশেষ সুবিধা প্রদানের অগ্রাধিকার দেব। গত বুধবার সকালে উত্তর শ্যামলী, শ্যামলী বাগান বাড়ির রোডের প্রতিটি বাসা-বাড়িতে গণ সংযোগকালে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আমিনুর রশীদ এমরান ভোটারদের সাথে কুশল বিনিময়কালে এ কথা বলেন। উক্ত গণ সংযোগকালে তিনি ভোটারদের কাছে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, হাজ্বী তুহিন খান, আজম উদ্দিন, আব্দুল গাফ্ফার চৌধুরী সোহেল, মুকিম চৌধুরী, সৈয়দ আজহারুল হক বাকু, আব্দুল আহাদ আনসারী, মোঃ নানু, জাকির চৌধুরী, মীর দুলাল, ইকবাল খান, আলমপনা চৌধুরী মাসুদ, সৈয়দ রুহেল হোসাইন, আল-আমিন তালুকদার, তারেক মিয়া, ইলিয়াছ আলী, মোঃ সাঈদ, পলাশ আহমেদ, জসিম উদ্দিন, মিতু মিয়া প্রমুখ।