স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানে ম্যানেজারের পিয়ন অশোক কুমার (৩৫) এর উপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের পরম কুমারের পুত্র। গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে একদল দুর্বৃত্ত দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে চাইলে সে বাঁধা প্রদান করে। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।