স্টাফ রিপোর্টার \ যারা দেশ, সমাজ ও জাতির কল্যানে শ্রেষ্ট নীতি বাস্তবায়নের মাধ্যমে সেবা করে তারই শুধু দেশ প্রেমিক নয়, সেই ব্যক্তিই সুনাগরিক ও দেশপ্রেমিক যিনি সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করেন।
২৭ নভেম্বর শুক্রবার বাদজুম্মা বানিয়াচং সদর দক্ষিন পশ্চিম ইউ.পি কমপ্লেক্সে অর্ধশতাধিক শিক্ষিত যুবক ও ছাত্র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনকে নবগঠিত একটি সমাজকল্যান সংস্থার প্রধান উপদেষ্টা পদ গ্রহনের প্রস্তাব দিলে তিনি অপারগতা প্রকাশ করে উপরোক্ত মন্তব্য করেন। তিনি সংস্থা গঠনকে নিরুৎসাহিত করে আইটির মাধ্যমে নিজেদেরকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহনে উৎসাহিত করেন এবং বিপুল অর্থ উপার্জনের উদাহরন ইউ.ডি.সি কম্পিউটার দিয়ে প্রদর্শন করান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সালামত আলী খান, বশীর উদ্দিন, প্রধান শিক্ষক এম এ মজিদ, ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, ইউ.ডি.সি উদ্যোক্তা আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমুখ।