স্টাফ রিপোর্টার \ এমপি কেয়া চৌধুরী বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদক্ষেপে বঞ্চিত স্থানে উন্নয়ন পৌছে যাচ্ছে। কোন স্থান আর উন্নয়ন বঞ্চিত থাকবে না। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সারা দেশে একযোগে উন্নয়ন কাজ চলছে। সরকারের এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না। আমার কাজই নেত্রীর কাছ থেকে এনে তৃণমূলের মাঝে উন্নয়ন পৌছানো। তিনি বলেন, আমি বঙ্গবন্ধু সৈনিক। আমাকে বাঁধা দিয়ে লাভ হবে না। বাঁধাকে ভয় পাইনি। তিনি বলেন, নারীরা আর ঘরে বসে নেই। নারীদের নিজ পায়ে দাঁড়াতে সরকার নানাভাবে কাজ করছে। যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠানে নারীদের কর্মসংস্থান হচ্ছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে চন্দন রায় হরি’র বাড়িতে উঠান বৈঠকে ও ইনাতগঞ্জ মোস্তফাপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আসায়েদ আলী আশা’র সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শেখ রেজভী আহমেদ খালেদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, আব্দুল খালিক, বানু লাল দাশ, আব্দুস শহীদ, জয়নী রানী দাশ, ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল বারিক, ফখর উদ্দিন, এজাজুর রহমান, ছাত্রলীগ নেতা সাইফি আহমদ, সুয়েবুর রহমান, তোফায়েল বাবলু, মাহমুদ, প্রিন্স, রাসেল, বুলবুল, ইমন প্রমুখ।
এদিকে উঠান বৈঠকের পূর্বে এমপি কেয়া চৌধুরী ইনাতগঞ্জ মোস্তফাপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা পরিদর্শনকালে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।