মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ ‘নারী নির্যাতন মানব না, প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে নারী নির্যাতন নিমূল করণে প্রচারাভিযান পক্ষ ২০১৫ পালন পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ব্র্যাক কামালখানী এলাকা অফিস এর সহযোগিতায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম এর নেতৃত্বে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৪নং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফখরুল আলম ভূইয়া, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মোঃ বশির আহমেদ, জেন্ডার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সিনিয়র সেক্টর স্প্রেশালিষ্ট মোঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার ও চ্যানেল এস বানিয়াচং প্রতিনিধি মোঃ মখলিছ মিয়া, সিনয়র শাখা ব্যবস্থাপক পপুলার থিয়েটার মোঃ নাহিদুজ্জামান, সিনিয়র কর্মসূচী সংগঠক গণনাটক মনি আক্তার, পিও আইডিপি দ্বীপ্তি রানী সূত্রধর প্রমুখ।