স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারে দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানায়, সুরাবই গ্রামের জিতু মিয়া ও খেলু মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে সুতাং বাজারে একটি দোকান নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুইজনের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পরে মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে ৫ জন হয়। আহতদের মাঝে জসিম মিয়া (৩৫) ও ওয়াসিম মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।