রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান বৃহস্পতিবার রাত পনে ৭টা দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক ছায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।