স্টাফ রিপোর্টার \ নানা আয়োজন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজ ২৭ নভেম্বর ২০১৫ রোজ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলামিলনায়তনে ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের দ্বিতীয় প্যানেল স্পিকার ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জসদর-লাখাই) আসনের সংসদ সদস্য, এডঃ মো: আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন সমিতির সভাপতি মো: সেলিম চৌধুরী।