স্টাফ রিপোর্টার \ সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পৃষ্টপোষকতায় আজ অনুষ্ঠিত হবে হবিগঞ্জে কর্তব্যরত সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শেষে পুুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, বিজয়ের প্রতিধ্বনি প্রতিধ্বনির যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন দুলাল, সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালক এম সামসুদ্দিন। প্রীতি ক্রিকেট ম্যাচটিকে ঘিরে হবিগঞ্জে কর্তব্যরত সাংবাদিকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। খেলার সার্বিক সহযোগিতায় রয়েছে হবিগঞ্জ ক্রীড়া সংস্থা।