স্টাফরিপোর্টার \ হবিগঞ্জ ও চুনারুঘাটে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজেস্টি একরামুল হক সিদ্দিকি এ আদালত পরিচালনা করেন। এ সময় চৌধুরী বিরানী হাউজের লাইন্সেন না থাকায় ২ হাজার একই অভিযোগে তিনকোনা পুকুরপাড় খাজা রেস্টুরেন্টকে ২ হাজার, চৌধুরী বাজার এলাকায় খোয়াই হোটেলকে পরিষ্কার না পরিচিন্ন না থাকার কারনে ৩হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে চুনারুঘাট রানীগাও ব্রীজ এলাকায় নির্বাহী ম্যাজিস্টেট আলমগীর হোসেন এর নেত্বেতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে নদী থেকে বালু পাচার করার অভিযোগে মকসুদ মিয়া নামে ট্রাক্টরসহ একজনকে আটক করে এবং গাড়ীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। উভয় মোবাইল কোর্টকে সহযোগীতা করেন হবিগঞ্জ সদর থানা পুলিশ।