প্রেস বিজ্ঞপ্তি \ আগামী ১২ ডিসেম্বর হবিগঞ্জ জেলা জাসদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধা ৭টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হবিগঞ্জ জেলা সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিল সুষ্ঠুভভাবে সম্পন্ন করার জন্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক কমিশনার শাহ্ মোঃ আব্দুল কাইয়ুম, জিয়াউল হাসান তরফদার মাহীন, এডভোকেট সৈয়দ কামরুল ইসলাম (সেলিম), আব্দুল হান্নান মাহমুদ গাজী, শাহ্ আশিকুর রহমান, মঈন উদ্দিন আহমেদ চৌধুরী শাম্মু, আবু হেনা মোস্তফা কামাল ও শাহ্ আব্দুল কাইয়ূম।