মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ কাজিরবাজার-মাকুলী সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩০/৩৫ জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর কমিনিউটি ক্লিনিক ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এর মধ্যে নুর আলী (৪০) নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রায় ২ ঘন্টা স্থায়ী সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে কাজিরবাজারে একটি মাইক্রো থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মিঠন, শাহনাজ শিপন, তালেব, অন্তর, নির্মলসহ প্রায় ১৫/২০ জন লোক নিয়ে বাউসী পয়েন্টে কাজিরবাজার ষ্ট্যান্ডের ৫/৭টি গাড়ি আটক করে। আটককৃত গাড়ির শ্রমিকরা সংগঠনের নেতৃবৃন্দকে ঘটনাটি জানালে কাজিরবাজার শ্রমিক সংগঠনের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে একদল শ্রমিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মুরুব্বীদের নিয়ে বিষয়টি মিমাংসা করে পুনরায় গাড়ি চলাচলের সিদ্ধান্ত হয়।
এদিকে গতকাল রবিবার বাউসী পয়েন্টে পুনরায় গাড়ি আটক করে শ্রমিকদের মারধর করে। এখবর কাজিরবাজার শ্রমিকদের কাছে পৌছে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০/৩৫ জন আহত হয়। আহতের মধ্যে আলী হেসেন (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত কাশেম, শাহিনুর, শহিদনুর, বাদশা, ফয়জুল মিয়া, আহাদ, নোমান, আনোয়ার, তাহিদকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া অপর আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে বলে খবর পাওয়া গেছে।