প্রেস বিজ্ঞপ্তি \ একাত্তরের ঘাতক বুদ্ধিজীবিদের হত্যার মুল পরিকল্পনাকারী আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও চট্টগ্রামের বিখ্যাত কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহ সহ অজ¯্র মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের হত্যাকারী স্বঘোষিত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দন্ড কার্যকরে জেলা যুবলীগের উদ্যোগে শহরে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শায়েস্তানগর পয়েন্টে এক পথসভায় মিলিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোজাহিদ মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। এসময় তারা শুধু মা বোনের ইজ্জত হরণ করেনি সাংবাদিক ও বুদ্ধিজীদের নিসংস্বভাবে হত্যা করে। তাদের এ রায়ের ফলে জাতি আজ আরও একবার কলঙ্ক মুক্ত হল। সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, একাত্তরের ঘাতকদের ফাঁসির দন্ড কার্যকরে জাতির ৪৪ বছরের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হলো। তিনি এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে এখনও সক্রিয়। তাদের মোকাবেলায় যুবলীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন সবসময়ে প্রস্তুত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে কেন্দ্রীয় নেতৃত্বের যেকোন নির্দেশে মুহুর্তের নোটিশে রাজপথে অবস্থান নেয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন হাসান চৌধুরী হেমসিন, শাহ মোঃ আরজু, মোঃ আব্দুল মালেক, মোঃ নুরুল আমিন, শওকত আকবর সোহেল, বিপ্লব রায় চৌধুরী, আব্দুর রউফ মাসুক, মোতাহের হোসেন রিজু, শফিকুজ্জামান হিরাজ, রুহুল আমিন সিজিল, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, বিপুল রায়, আলম মিয়া, ফেরদৌস আহমেদ, তাজউদ্দিন আহমেদ, এডভোকেট মহিউদ্দিন সোহেল, বদরুল আলম, শফিকুল ইসলাম বাবুল, মইনউদ্দিন চৌধুরী সুমন, শহীদুল আলম মুহিন, আবু সুফিয়ান, দিলুয়ার খান, এম এ মামুন, ইমতিয়াজ জাহান শাওন, আলাই চৌধুরী, জাহাঙ্গীর আলম দুলাল, সজল খান প্রমুখ। সভা শেষে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।