স্টাফ রিপোর্টার \ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনীয় এলাকায় সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, কাউরিয়াকান্দি গ্রামকে খুব দ্রুত বিদ্যুাতের আলো আলোকিত করা হবে। আগামী অর্থ বছরে এ গ্রামে বিদ্যুতায়নের কার্যক্রম শুরু করা হবে। এ এলাকার উন্নয়নে সর্বদায় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখন অবহেলিত ভাটি এলাকার উন্নয়নের জোয়ার বয়ে যায়। তিনি কাউরিয়াকান্দি হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের মাটি ভরাটের জন্য ১ লক্ষ টাকা, কাউরিয়াকান্দি গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার উন্নয়নে ১টন গম ও যাত্রাপাশা জামে মসজিদের উন্নয়নে ১টন গম বরাদ্দ দেয়ার আশ্বাস প্রদান করেন।
গত ২১ নভেম্বর শনিবার বিকালে কাউরিয়াকান্দি ঈদগাহ মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মোঃ মগল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনীয় এলাকায় সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান।
কাউরিয়াকান্দি শাহজালাল উদ্দিন বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফাইজুর রহমান ফয়েজ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্বাস আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোঃ আল-আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব শেখ সামছুল হক, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, শিল্পপতি শেখ তারেক উদ্দিন সুমন, কাউরিয়াকান্দি শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, কাউরিয়াকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুল আজিজ চৌধুরী (আসকির মিয়া), কাউরিয়াকান্দি শাহজালাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম জাহির, বিশিষ্ট মুরব্বি সামছুল হক তালুকদার, ইউপি মেম্বার হারুন উর রশিদ, আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম ফুল মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসানই দিলু, সাবেক মেম্বার মোঃ তাইদুল ইসলাম, সাবেক মেম্বার ইলিয়াছ মিয়া, সাবেক মেম্বার মোঃ ছবুর মিয়া, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগ নেতা এম কাউছার আহমেদ, ডাঃ সুজিত দাশ, রঞ্জিত দাশ, আবুল কালাম আজাদ, মোঃ সোহেল মিয়া, কাউনিরয়াকান্দি ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ তাবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম এনাম, ছাত্রলীগ নেতা এইচ এম মিলাদ, মোঃ আমিনুল ইসলাম শামীম।
আলোচনা সভার শুরুতে এমপি মজিদ খানকে গ্রামবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সাইফুল মিয়ার সৌজন্যে গ্রামবাসীর পক্ষ থেকে প্রদান কর হয় সম্মাননা ক্রেস্ট। গ্রামের মসজিদ, মাদ্রাসা, প্রতিটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এমপি মজিদ খানকে সম্মাননা ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব বিলাল উদ্দিন তালুকদার, ইব্রাহিম মিয়া, আব্দুল আলী, কাউরিয়াকান্দি গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার ফরাস উদ্দিন, যাত্রাপাশা জামে মসজিদের ইমমা আশরাফুল ইসলাম, মোঃ আবদুর রহমান, মোঃ ছালেক মিয়া, রমিজ আলী, সাইফুল ইসলাম, আব্দুল হান্নান চৌধুরী, মোঃ বশির মিয়া, আব্দুস ছমেদ, মোঃ শাহীন চৌধুরী, কৃষকলীগ নেতা সামছুল আমিন, খেলু মিয়া, মোঃ আবুল খয়ের, মোঃ খাইরুদ্দিন, রুবেল মিয়া, জামাল মিয়া, যুবলীগ নেতা মইনুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুমন মিয়া, মিজানুর রহমান মিজান, মোঃ সুজন মিয়া, সিদ্দিকুর রহমান প্রমূখ।