প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়ায় হাজারো জনতাকে সাথে নিয়ে খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও এক কিলোমিটার পিস রাস্তার উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী। রোববার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ রাস্তা ও স্কুল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রামের শত শত লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ভজেন্দ্র সরকারের সভাপতিত্বে ও কর্ণমনি সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, এমপি হবার পর খড়িয়া, রমজানপুর, পাতারিয়া গ্রামের লোক বিদ্যুৎ, রাস্তা, স্কুলের উন্নয়নের দাবী জানান। এর প্রেক্ষিতে আমি ২০১৪ সালের এপ্রিল মাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ খড়িয়ার-রমজানপুরে ৪ কিলোমিটার বিদ্যুৎ মাইলেস, যার সার্ভের কাজ সম্পন্ন হয়ে টেন্ডার অপেনিং হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের মাধ্যমে খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য ৬৪ লাখ টাকা ও খড়িয়া-রমজানপুর পাতারি থেকে খড়িয়া পর্যন্ত ১ কিলোমিটার পিস রাস্তা সংস্কারে ৬২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
গ্রামবাসী এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর প্যানেল মেয়র রেজভী আহমেদ খালেদ, প্রকৌশলী বিপ্লব পাল, ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদ সভাপতি বানু লাল দাশ, মুক্তিযোদ্ধা সন্তান মনফর আলী, জেলা শ্রমিকলীগ নেতা মামুন আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জুনেদ মিয়া, নবেন্দ্র সরকার, শ্রীকৃঞ্চ সরকার, হরিদাশ সরকার, ল²ী রানী সরকার, কল্পনা রানী সরকার, শোকলা সরকার প্রমুখ।