প্রেস বিজ্ঞপ্তি \ সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কর্তৃক নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের স্থানীয় খরিয়া প্রাথমিক বিদ্যালয় ও ইমামবাড়ি-বুড়িনাও রাস্তা হতে খরিয়া মধ্য পাড়া রাস্তা অবৈধভাবে উদ্বোধন করায় স্থানীয় এলাকায় জন সাধারনের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
উলেখ্য, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের স্থানীয় খরিয়া প্রাথমিক বিদ্যালয় ও ইমামবাড়ি-বুড়িনাও রাস্তা হতে খরিয়া মধ্য পাড়া রাস্তা উদ্বোধন করেন গত শুক্রবার নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কালিয়াভাঙ্গা ইউপি আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
উক্ত রাস্তা স্থানীয় সংসদ সদস্য উদ্বোধন করার পর আবারো পূণরায় সংরক্ষিত মহিলা এমপি কেয়া চৌধুরী ২য় বারের মতো উদ্বোধন করার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে খালিয়ারভাঙ্গা ইউনিয়নের জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক শেখ ফয়জুল ইসলাম দিনু, মাষ্টার নজরুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউপি জাতীয় পার্টির সাধারন সম্পাদক কদ্দুস খাঁন, উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম এ মুতিন চৌধুরী, উপজেলা যুব সংহতির যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান বিপ্লব, মোঃ জিয়াউর রহমান, আব্দুর রকিব চৌধুরী, মোঃ সাইদুল হক, নবীগঞ্জ পৌর ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব নিউটন সূত্রধর, উপজেলা যুব সংহতি নেতা আক্কাস মিয়া, সাইফুল ইসলাম, খালেদ চৌধুরী, মোঃ কাহার, বাবলু, নুর মিয়া, শেখ সুহেল আহমদ, আতাউল, বিদ্যা বাবু, মোঃ নোমান রশিদ, মোঃ সামছুল হক, মোঃ সাবির, ছাত্র সমাজ নেতা জীবন আহমদ প্রমূখ।
অপরদিকে নবীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির আহŸায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ আহমদসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে সংরক্ষিত এমপি কেয়া চৌধুরী কর্তৃক অবৈধভাবে পূনরায় স্কুলের ভবন ও রাস্তা উদ্বোধন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।