চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে পুকুরে বিষ ফেলে প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার হাসারগাঁও গ্রামের ফজর দিঘি নামে পুকুরে বিষ ফেলে মাছ নিধন করা হয়। জানা যায়, উপজেলার আমকান্দি গ্রামের আঃ রশিদ পুকুরটি ৩ বছরের জন্য লীজ নিয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। মাছ চাষ শুরু করে। আঃ রশিদ জানান, এলাকার কতেক ব্যক্তি তার নিকট চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এরা পুকুরে বিষ ফেলে মাছ নিধন করেছে। এলাকাবাসী রবিবার সকালে পুকুরে মরা মাছ ভাসমান অবস্থায় দেখতে পান।
এ ব্যাপারে আঃ রশিদ বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।