নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামে চাদা না দেয়া সৌদি প্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় বাড়ির আসবাবপত্র ভাংচুর করা হয়।
জানা যায়, নহরপুর গ্রামে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সৌদি প্রবাসী আঃ মন্নানের একটি বাসা দেখাশুনা করেন শহরের মিলিক গ্রামের সুন্দর আলী পুত্র রাজন মিয়া (৪০) নামের এক ব্যাক্তি। গত কয়েকদিন ধরে নহরপুর গ্রামের কতেক যুবক রাজন মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাদা দাবি করে। চাঁদা না দেয়ায় গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাসা প্রবেশ করে রাজনকে মারধর ও বাসার জিনিসপত্র ভাংচুর করে। রাজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন আহত রাজনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।