এক্সপ্রেস ডেস্ক \ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী তার পরিবারের সদস্যদের শেষ উপদেশ দিয়ে গেছেন। শনিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তার ছেলে হুম্মাম চৌধুরী।
হুম্মাম বলেন আমরা বাবার কাছে জানতে চাই, এখন আমরা কি করবো ? উত্তরে তিনি বলেন, ‘তোমরা ভাই-বোন এক সঙ্গে থেকো। তোমাদের মাকে দেখে রেখো।’
সাকার ছেলে আরো বলেন, বাবা আমাদের বলেছেন ‘আমার জন্য দোয়া করো। আমি পরকালেও ভালো থাকবো।’
প্রসঙ্গত, অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়। পরে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তা নাকচ করে দেয়া হয়। ফলে আজ রাতে সাকার ফাঁসি কার্যকর হতে পারে।