বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে বোনা আমনের বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি

  • আপডেট টাইম বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার বোনা আমন ধান চাষ লক্ষ্য মাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় বোনা আমনের বাম্পার ফলন হয়েছে। উৎফুল­চিত্রে কৃষকরা এখন ধান কাটার জন্য মাঠে নেমে পড়েছেন। সারা মাঠ জুড়ে যেন কৃষকদের প্রাণের মেলা। মাধবপুর উপজেলার দিগন্ত জুড়ে শুধু সারি সারি আমন ধান ক্ষেত।
স্থানীয় কৃষকরা জানান, মাধবপুরে ভাটি এলাকায় নিম্ন ভূমিতে বোরো ধান কাটার পর বন্যার সহিষ্ণু গোডা ও আসমিতা দেশী জাতের ধান বীজ বোনা হয়েছিল গত বৈশাখ মাসে। এ ধানের বৈশিষ্ট হল বন্যার পানি যত বাড়ে পানির সঙ্গে পাল­া দিয়ে ধান গাছও বাড়তে থাকে। তবে খড়া দেখা দিলে এ জাতের ধানের ফলন তেমন হয় না। এ বছরের শুরুতে বৈশাখ, জৈষ্ঠ্য ,আষাঢ় ও শ্রাবন মাসে বেশী বৃষ্টি হওয়ায় ধানের ফলন হয়েছে ভাল। দেশী আগাম জাতের ধান চাষে বিঘা প্রতি কৃষকের খরচ হয় প্রায় ১ হাজার টাকা। আগাছা দমন ছাড়া তেমন কোনো খরচ নেই । নেই কোনো পোকার উপদ্রপ। প্রাকৃতিকভাবে এ ধান গাছ বেড়ে উঠে। গত বোনা আমনে ভাল ফলন হওয়ায় মাধবুপর উপজেলার বুল­া, আন্দিউড়া, শাহজাহানপুর, ছাতিয়াইন, বাঘাসুরা ও নোয়াপাড়া অঞ্চলের বির্স্তীন এলাকা জুড়ে শুুধু আমন ধানের ক্ষেত। এ বছর ধানের ফলন বেশী হওয়ায় কৃষকের মুখে আনন্দ। নতুন ধান ঘরে তুলতে ধানের গোলা তৈরী করছেন কৃষকরা। ধান কাটার পর এ সব জমিতে বোরো ধান, গম, আলু, সরিষা, মরিচ, পেয়াঁজ, রসুন, ধনিয়া, মসলা জাতীয় ফসল আবাদের জন্য জমি প্রস্তুত করছেন। ভাটি এলাকার কৃষান কৃষানিরা এখন ব্যস্থ সময় কাটাচ্ছেন। ঘরে ঘরে চলছে নবান্নের উৎসব। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ভাটি এলাকার নিম্ন ভূমিতে বোনা আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com