রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ভবানীপুর এলাকায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা ভর্তি মাইক্রেবাসসহ বিজিবি’র হাতে আটক মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন বলেন, সোমবার সকাল ৭টায় বিজিবি মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মেজবাহুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার মাধবপুর-ধর্মঘর রাস্তার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-২২৮৮) আটক করে তল্লাশী চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল, সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ী উপজেলা ধর্মঘর গ্রামের ইয়াসিন খাঁনের পুত্র সাহাব উদ্দিন খাঁনকে গ্রেফতার করেন। বিকালে বিজিবি আটককৃত মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।