স্টাফ রিপোর্টার ॥ জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ইট ভাটাসহ ৫ ব্যবসা প্রতিষ্টানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষন আইনের বিধি লংঘন করার অভিযোগে বাহুবল উপজেলার ভাই ভাই ব্রিক ফিল্ডকে ৪০ হাজার টাকা, সদর উপজেলার বুলকোট এলাকার একটি ফিল্ডকে ৩০ হাজার টাকা এবং শহরে শায়েস্তানগর পইল সড়কে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অভিযোগে ফারুক ট্রেডার্সকে ১ হাজার, ব্যবসায়ী সজল গোপকে ৫’শ ও ফল ব্যবসায়ী ফরিদ মিয়াকে ৫’শ টাকা অর্থ দন্ডে দন্ডিত করে ভ্রাম্যমান আদালত। এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ আদালতে পরিচালনায় সহযোগীতা করে।