নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ ফাড়িঁর সন্নিকটে জালালসাফ গ্রামে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পর পর ৩টি বাড়িতে হানা দিয়েছে একদল ডাকাত। বাড়ির সামনের তালা এবং ঘরের দরঝা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলেও ডাকাতি করতে পারেনি ডাকাত দল। এ ঘটনায় ওই এলাকার লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
সম্প্রতি গোপলার বাজার ও আশপাশ এলাকায় বেশ ক’টি চুরি সংগঠিত এবং চোর, ডাকাতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় লোকজন অভিযাগ করেছেন। ফলে প্রায় রাতেই আতংকের মধ্যে থাকতে হয় এলাকাবাসীর।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জালালসাফ গ্রামের (অবঃ) প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই’য়ের বাড়িতে ৭/৮ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল বাড়ির সামনের গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের দু’টি দরঝা ভেঙ্গে মুল ঘরে ঢুকতে চাইলে বাড়ির গৃহকর্তী বিষয়টি আচঁ করতে পারেন। এ সময় ঘরের অন্য সদস্যদের ঘুম থেকে জাগানোর চেষ্টাকালে ডাকাতদল শুনতে পেয়ে পালিয়ে যায়। পরে হাকডাক করেও তাদের আটক করা সম্ভব হয়নি। তার আগে রাত দেড়টার দিকে একই ডাকাতদল একই গ্রামের আব্দুল খালেক ও গোপালার বাজারের লন্ডনী আব্দুল মুমিনের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টাকালে গৃহকর্তা দেখে পেলেন। পরে তার হাকডাকে ডাকাতরা পালিয়ে যায় বলে জানাগেছে।
এছাড়া সম্প্রতি গোপলার বাজারের জসিম উদ্দিনের বাসা থেকে একটি মটর সাইকেল ও টিভি চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘনঘন চোর ও ডাকাতদের দৌরাত্বে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।