স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ও লাখাইয়ে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উভয় স্থানে অগ্নিকান্ডের ঘটনায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট দেওয়ান মসউদ চৌধুরীর মালিকাধীন একটি টিন শেড বিল্ডিংয়ের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে-ওই বাড়িটিতে ২ ইউনিটে ২টি পরিবার ভাড়া থাকতো। গতকাল দুপুর ২টার দিকে ভাড়াটিয়া ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এর মেডিসিন প্রমোশন কর্মকর্তা মনতাজুর রহমানের বাসা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ভাড়াটিয়া জোসনা বেগম ও ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এর মেডিসিন প্রমোশন কর্মকর্তা মনতাজুর রহমানের বাসার সমস্ত মালামালসহ বিভিন্ন ওষুধপত্র পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে লাখাইয়ের বামৈ বড়বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। গতকাল দুপুুর ১২টার দিকে রাজিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কবির মিয়ার রড সিমেন্টের দোকানের দু’তলার বাসায় বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।