আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেওয়ের গাজীপুরে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তাদের হামলায় আহত পিতা-পুত্র সহ ৪ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের মামুদপুর এলাকার আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়ক সংলগ্ন গাজীপুর গ্রামের বাসিন্দা ও বাজারের ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাজী গাজী মিয়ার বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক আড়াইটায় ২৫/৩০ জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা প্রথমে গেইটের তালা ভেঙ্গে, লোহার গ্রীল ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুট-পাট শুরু করে। এ সময় ঘরে রক্ষিত নগদ ১ লক্ষ টাকা, ৪ ভড়ি ওজনের স্বর্ণালংকার, মোবাইল সেট, চার্জ-লাইট নিয়ে যায়। এ সময় জিনিষপত্র দিতে দেরী করায় গৃহকর্তা হাজী গাজী মিয়া (৭০), তার পুত্র আব্দুল কাদির (৪০), সাদির মিয়া (২৮) ও আলকাছ মিয়া (২০) ডাকাতদের হামলায় আহত হয়। এ সময় তাদের সুরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।