এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর (মোকাম বাড়ি) নামক স্থানে গতকাল শুক্রবার সন্ধায় সিএনজি (অটোরিক্সা) ও ইমা পরিবহনের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর (মোকাম বাড়ি) নামক স্থানে গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি (অটোরিক্সা) ও নবীগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দোশ্যে ছেড়ে যাওয়া ইমা পরিবহনের একটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় গাড়িগুলো ধুমড়ে মুছড়ে গেলে উভয় গাড়িতে থাকা যাত্রী নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি হলদারপুর গ্রামের কবির মিয়ার ছেলে কামাল মিয়া (২৩), বানিয়াচং উপজেলার গুনই গ্রামের একরাম আলীর ছেলে তৈয়ব আলী (৬৭), বানিয়াচং পুকরা গ্রামের সুমন আচার্য্য (২৫) সহ ৫জন গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ সময় কামাল মিয়া (২৩) কে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।