স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মধ্যে অবস্থান হলেও দানিয়ালপুর এলাকায় গেলে মনে হবে এটি মনে হয় কোন পল্লী গ্রাম। জনগন নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচন আসলেই প্রার্থীরা অনেক আশ্বাস দেন। কিন্তু নির্বাচন গেলেই আর কারও খোজ মিলে না। ফলে ভাগ্যেরও পরিবর্তন হয়না তাদের। অবহেলিত দানিয়ালপুরবাসী এবার মুক্তি পেতে চায় বঞ্চনা থেকে। আগামী পৌর নির্বাচনে তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক মিজানুর রহমান মিজানের মাধ্যমেই তারা এই মুক্তি পেতে তার পাশে দাড়ানোর প্রতিশ্র“তি দিয়েছে দানিয়ালপুরবাসী।
গতকাল রাতে দানিয়ালপুর পূজা মন্ডপ মাঠে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের সাথে মতবিনিময়কালে উপস্থিত জনতা এ প্রতিশ্র“তি দেন। স্থানীয় মুরুব্বি ও যুবকরা বলেন, মিজান ও মিজানের পিতাকে তারা ছিনেন। কোন অপ-প্রচার করে তাদেরকে ভুল বুঝানো সম্ভব হবে না।
মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, হবিগঞ্জ শহরের প্রতিটি এলাকার জনগণ যেভাবে স্বতস্ফূর্তভাবে পাশে দাড়ানোর ঘোষনা দিয়েছে তাতে করে নির্বাচনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হলে দানিয়ালপুরের জনগনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন তিনি। সকল ষড়যন্ত্র, মিথ্যাচার আর অপ-প্রচারের বিষয়ে সচেতন থাকারও আহবান জানান তিনি।
অজিত কূরি মাস্টারের সভাপতিত্বে ও নান্টু বণিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অনুতোষ কূরি, ফয়সল মিয়া, আকবর হোসেন, অরবিন্দু চন্দ্র, নানু মিয়া, রমিজ মিয়া, নিরমল রায়, কামরুল হাসান, মোহাম্মদ মফিজ, আব্দুল হাশিম, অলফ কূরি, পূজা কমিটির সভাপতি রাজন কূরি, সুজিত কুমার ও ছাত্রলীগ নেতা কামরুল হাসান।