স্টাফ রিপোর্টার ॥ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি‘র) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে হবিগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা করেছে জেলা কমিটি। গতকাল সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ক্যাম্পাস থেকে আইডিইবি জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা সভাপতি ধীরেন্দ্র চন্দ্র পাল এবং সাধারণ সম্পাদক মনসুর রশিদ কাজল সহ সমিতির নেতৃবৃন্দ। শোভাযাত্রার পূর্বে পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
প্রতি বছর ৮ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণপ্রকৌশল দিবস হিসেবে পালন করে আসছে আইডিইবি। “বিল্ড স্কিল বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চলতি বছর পালিত হলো ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ধীরেন্দ্র চন্দ্র পাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনসুর রশিদ কাজল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, সুভাষ কুমার চক্রবর্তী, বাহাদুর আলম তালুকদার, প্রদীপ কান্তি রায়, আব্দুল কুদ্দুছ শামীম, দেবাশিষ রায়, আজিজুর রহমান ইকবাল প্রমুখ।