প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবলীগ আয়োজিত র্যালী ও আলোচনা সভা সফল করতে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন আওয়ামীলীগের ভ্যানগার্ড যুবলীগ হবিগঞ্জ জেলায় সু-সংগঠিত এবং ঐক্যবদ্ধ। প্রতিষ্টাবার্ষিকীর র্যালী ও আলোচনা সভা সফল করে প্রমান করতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোন সময় যুবলীগ হবিগঞ্জের রাজপথে অবস্থ’ান নিতে প্রস্তুত আছে। তিনি সবাইকে এই আয়োজনে শৃংখলাবদ্ধভাবে অংশগ্রহনের নির্দেশ দিয়ে বলেন শহরের সাধারন জনগনের জন্য যেন কোন ধরনের অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।