প্রেস বিজ্ঞপ্তি ॥ এডভোকেট এনামুল হক এনামের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সমাবেশ করেছে হবিগঞ্জস্থ বড়ইউড়ি-খাগাউড়া-পুকড়া ইউনিয়ন কল্যাণ সংঘ (বিকেপি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আরডি হল প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, শফি উদ্দিন আহমেদ, কাশেম বিল্লাহ নোমান, মোঃ মোহিত মিয়া তালুকদার, হুমায়ুন খান, এমদাদুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট গুলজার খান, মোঃ ফরিদ আহমেদ, নাসির উদ্দিন, শাহ আঙ্গুর আলী, আবুল হাসান চৌধুরী, এমদাদুল হক লিটন, মাওলানা একেএম ওয়াহাব, পঙ্কজ কান্তি পল্লব, রুজেন আখঞ্জী প্রমুখ। উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা বারের আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, এডভোকেট হেলাল উদ্দিন ও এডভোকেট জুসেফ চৌধুরী। প্রতিবাদ সমাবেশে বক্তারা, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। একইসাথে সংগঠনটি আগামী সোমবার সকাল ১১টায় কোর্ট প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী ঘোষনা করে। এতে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে মানববন্ধন সফল করার আহবান জানানো হয়।