স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণ দাঙ্গারোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সময় অথবা জীবনের প্রতিচ্ছবি নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দর্পচূর্ণ’ এর প্রযোজক, সমপর্ণ প্রোডাকশন এর চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির সিডি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম এবং হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।