বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদর তকবাজখানী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ১২ নভেম্বর আতশবাজী ফুটানোর সময় ৪ জন আহত হয়েছে।
আহতরা হলো তকবাজখানী গ্রামের গেদা উল্লার পুত্র সাবাজ মিয়া (২০), সিরাজ মিয়ার পুত্র মিলাদ মিয়া (১৭) ও সৈদরটুলা গ্রামের রনি (২২) ও নোয়াপাড়া গ্রামের জুয়েল (২৫)।
আহতদের মধ্যে সাবাজ মিয়ার হাতের কব্জি উড়ে যাওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাতে সংগ্রাম রায়ের পাড়ায় আসাব আলীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আতশবাজী ফুটায় সাবাজ মিয়া। এ সময় অসাবধানতা বশত সে সহ আরও ৩ জন আহত হয়।