স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় টমটম উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, কোর্ট স্টেশন থেকে একটি টমটম চৌধুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ওই স্থানে পৌছলে উল্টে যায়। এতে ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জিয়াউর রহমান (৩০) ও নুরুল আমিন (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।