স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে দুর্বৃত্তদের হামলায় জমরুত ইসলাম (৩০) নামে এক টমটম চালক আহত হয়েছে। সে ওই গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভাড়া নিয়ে এক দুর্বৃত্তের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।