স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কদমতলী গ্রামে ৫বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। শিশুটিকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির দাদী জানান, গতকাল সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী ঘরের মারাজ মিয়ার পুত্র সোহেল মিয়া (১৬) শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে ছেড়ে দেয়। পরে সে ঘরে গিয়ে মা ও দাদীকে ঘটনাটি বলে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কতিপয় মুরুব্বী বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির উদ্যোগ না নেয়া কোন মামলা দায়ের করা হয়নি। শিশুটিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।