স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় অ্যডভোকেট এনামুল হক এনামের উপর হামলার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। ফলে আদালতের সকল কার্যক্রম বন্ধ ছিল। এছাড়াও আইনজীবীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আইনজীবী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির ২নং ভবনে জেলা বারের সভাপতি অ্যডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মজিবুর রহমান কাজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বারের সাধারণ সম্পাদক সুবীর রায়, পিপি আকবর হোসেন জিতু, আরিফুল বর চৌধুরী, চৌধুরী আশরাফুল বারী নোমান, সিরাজুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন তালুকদার, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, সামছু মিয়া, মুদ্দত আলী, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সুলতান মাহমুদ, শরিফুল হুদা চৌধুরী প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রদান সড়ক হয়ে জজ কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় বক্তারা আইনজীবীর উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। পাশাপাশি রবিবার সকালে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর মধ্যরাতে বাসায় ডেকে নিয়ে এডভোকেট এনামুল হককে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে যুবলীগ নেতা এনামুল হক শাহিন। গুরুতর আহত এডভোকেট এনামুল হককে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে এনামকে বুধবার রাতে সিলেট থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। ডাক্তাররা জানিয়েছেন- এডভোকেট এনামুল হকের শরীরে ছোট বড় ৪১টি দায়ের কুব রয়েছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী এনামুল হক শাহীনের স্ত্রী রুবী বেগম (২৮) ও শাহীনের ভাই আব্দুল হান্নানের স্ত্রী শ্যামলা বেগম (৩২)কে গ্রেফতার করে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, হামলাকারীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। মামলা না পাওয়ায় আটাককৃতদেরকে ৫৪ ধারায় চালান করা হয়েছে।