স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু’র নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ ট্রেডার্সে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেয়র প্রার্থী মোস্তাক আহমেদ মিলু আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক নিয়ে যুগপোযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা মাঠে থেকে দল ও দেশের জন্য কাজ করে এবং ভিশন ২০২১ সামনে রেখে এদেশের প্রতিটি পৌরসভাকে আধুনিকায়ন করতে পারবে তাদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া হবে বলে আমার বিশ্বাস। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দাল করিম, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল আউয়াল, মোঃ মনসুর মিয়া, দিলশাদ মিয়া, রমাপদ রায়, মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মোঃ জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোফায়েল মিয়া, দপ্তর সম্পাদক নাজাদুর রহমান দুলু, শ্রমিকলীগ নেতা আফজল হোসেন, মোঃ মনর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদুল আলম চৌধুরী হেলাল, পৌর বঙ্গবন্ধু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ, রাফিজ মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মহিনুর রহমান মহি, আব্দুল আজিজ, মাসুদ রানা প্রমুখ।