এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জ থানাধীন পুরাসুন্ধা নামক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ইট বোঝাই ট্রাক্টর ও ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাসের সংঘর্ষ হয়। ঘটনাটি গতকাল বুধবার দুপুরে ঘটে।
আহত সূত্রে জানা যায়, ট্রাক্টরটি ইট নিয়ে অলিপুর যাবার সময় দ্রুতগামী একটি বিআরটিসি’র বাস ট্রাক্টটির পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে টাক্টরটি উল্টে রাস্তার পাশে কাধে পড়ে যায়। এতে টাক্টর চালক, হেলপার ও বাসের অনন্ত ১০ যাত্রী আহত হয়। কবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
আহতরা হল বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের সিতার মিয়ার পুত্র মাসুদ মিয়া (২৫), একই এলাকার মৃত আঃ রউফের পুত্র কদ্দুস (২৭), কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের কদর মিয়ার পুত্র জালাল। গুরুতর আহত অবস্থায় জালাল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক সিলেট প্রেরণ করেন। এছাড়া আহত অন্যান্যদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।