চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে শ্যামাপুজাকে কেন্দ্র করে বাগানে ৩দিন ব্যাপী যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বাগান ও বস্তির একটি চক্র মঙ্গলবার পুজার রাত থেকেই জুয়ার আসর বসিয়ে চা শ্রমিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রতি বছরে ন্যায় এবারও উপজেলার চন্ডিছড়া চা বাগানে শ্যামা পুজার সময় ৩ দিন ব্যাপী যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাগানে মঙ্গলবার থেকে বসেছে মেলা। রাতে এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র বাগানে দক্ষিণ দিকে জুয়ার আসর বসিয়েছে। এতে চা বাগানের শত শত চা শ্রমিক শিশু কিশোর পূজার সময় পাওয়া টাকা নিয়ে জুয়ার আসরে যাচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে বাগানে শুরু হবে যাত্রাপালা। এসময় বাগানে দেশের জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ যাত্রা দেখতে আসবে। সেখানে অসংখ্য জুয়ারীরও আগমন ঘটবে। গত দুদিন ধরে জুয়ার আসর বসলেও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কিছু জানে না। ফলে আগামী ৩ দিন বাগানে জুয়ার আসরে লাখ লাখ টাকার আদান প্রদান হবে। এতে নিঃস্ব হবে বাগানে চা শ্রমিক সহ অসংখ্য মানুষ। এ বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি দেয়ার দাবী জানিয়েছেন চা বাগানের ভুক্তভোগীরা।