প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৫ নভেম্বর আইডিএলসি ফাইনান্স লিঃ সিলেট শাখার ঋণ গ্রহীতা মেসার্স শেখ রাইছ মিল স্বত্ত্বাধিকারী শেখ তারেক উদ্দিন সুমন ও আইডিএলসি ফাইনান্স লিঃ হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ ইকবাল শরিফ সাকি এর কাছে অগ্নি বীমা দাবীর ২১ হাজার ১শ টাকার চেক প্রদান করেন বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড, হবিগঞ্জ শাখার ম্যানেজার আলহাজ্ব হারুনুর রহিম রূপজ।