প্রেস বিজ্ঞপ্তি ॥ ১০ নং দেবপাড়া ইউনিয়নে শেখ রাসেল ক্লাবের উদ্যোগে সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর স্মরণ সভা পালনে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহ্ নেওয়াজ মিলাদ গাজী। এতে সভাপতিত্ব করেন শামীম আহমদ। রাসেল সরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা রবিন্দ পাল, শাহ্ গুল আহমদ কাজল। আব্দুল বারিক, জুনেদ মেম্বার, মুহিদুর রহমান রুকুত, আজাদ মিয়া, নেছার মিয়া, আব্দুল কাইয়ুম, সহাবউদ্দিন, আবুল কালাম, ফরিদ মিয়া, বিপ্লব কর, আব্দুল আলী, দনাই মিয়া, সুমন আহমদ, জুনুন মিয়া, সায়েদ মিয়া, শেফু মিয়া, রাসু চন্দ দাস প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ নভেম্বর সাবেক মন্ত্রী বঙ্গ বন্ধুর গনিষ্ট সহচর আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর স্মরণে এক স্মরণ সভা পলন করা হবে।