প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৭ নভেম্বর শনিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রের ঘোষনা অনুযায়ী নভেম্বর মাসকে দাওয়াতী মাস উদযাপন উপলক্ষে সংগঠনের নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে থানা অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত শাখার সহ-সভাপতি মাওঃ অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান মেহমান ছিলেন জেলা সহ-সভাপতি কাজী মাওঃ হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ মেহমান ছিলেন জেলা সেক্রেটারী মাওঃ মোঃ আনোয়ার আলী, সহ-সেক্রেটারী মাওঃ নোমান আহমদ। বক্তব্য রাখেন মাওঃ আব্দুল মজিদ, মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ আব্দুল বছির, নবীগঞ্জ থানা সেক্রেটারী হাফে সহ-সেক্রেটারী মুফতি আবু ইউসুফ চৌধুরী, মাওঃ আবু ছালেহ, মাওঃ মোজাহিদ চৌধুরী, মাওঃ আবু মুছা, মাওঃ তবারক আলী শিকদার, মাওঃ ছালেহ আহমদ, মাওঃ সাজিদুর রহমান, মাওঃ বশির আহমদ, মাওঃ আব্দুর রকিব প্রমুখ। পরিশেষে মাওঃ আব্দুল মজিদকে সভাপতি এবং হাফেজ নাজমুল হুদাকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট থানা কমিটি পুনঃগঠন করা হয়।